আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের মাসিক আইন-শৃংখলা সভা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের মাসিক আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের নিয়ে জনপ্রতিনিধি ও পুলিশের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।
জানা গেছে, বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পূর্ব নির্ধারিত আইন শৃংখলা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
আইন শৃংখলা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দরা।
এইচেকআর