ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায়  গ্রেফতার ১

আমতলীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায়  গ্রেফতার ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে  ৮ বছরের  এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে  আব্দুর রশিদ হাওলাদার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ গ্রেফতারকৃত আব্দুর রশিদ হাওলাদারকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. সাকিব হোসেন তাকে  বরগুনা জেল হাজতে পাঠানোর আদেশ  দিয়েছেন। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার রায়বাল গ্রামে বুধবার বিকেলে।

আমতলী থানা ও স্থানীয় সুত্রে জানাগেছে, কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রমের প্রথম শ্রেনীতে পড়ুয়া শিশু কন্যা দাদার বাড়ীতে যায়। দাদার বাড়ী থেকে ফেরার পথে পান বরজের সামনে বৃদ্ধ আব্দুর রশিদ শিশুর বাবা মাকে পান দেয়ার কথা বলে বরজের পাশে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে যায়। ওই ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালায় । এসময় শিশুটির ডাক চিৎকারে  আব্দুর রশিদ পালিয়ে যায়।

পরে শিশুটিকে স্থাণীয়ও স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে  হাসপাতালের চিকিৎসক ডাঃ সুমন খন্দকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দেয়। এ ঘটনায় বুধবার রাতে আব্দুর রশিদ হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঐ  শিশু পিতা  মামলা দায়ের করেন। পুলিশ রাতেই আব্দুর রশিদ হাওলাদারকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। 


আমতলী থানার অফিসার ইনচার্জ  মো. শাহ আলম হাওলাদার  মুঠোফোনে বলেন, ঘটনার সাথে জড়িত আব্দুর রশিদ হাওলাদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পেরণ করা হয়েছে্ । 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন