বাবুগঞ্জে বড়শিতে ধরা পরল ৩৩ কেজি ও ১৯ কেজি ওজনের দুটি বৃগেড মাছ

বরিশালের বাবুগঞ্জে ঐতিহ্যবাহী দূর্গাসাগর দীঘিতে সৌখিস মৎস্য শিকারির বড়শিতে প্রায় ৩৩ কেজি ও ১৯ কেজি ওজনের দুটি বিশাল আকৃতির বৃগেড মাছ ধরা পড়েছে।
বুধবার সন্ধ্যায় প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর বরশিতে ধরা পরা ৩৩ কেজির বৃগেড মাছটি ডাঙ্গায় তুলতে সক্ষম হয় মৎস্য শিকারিরা। এর আগে একই দিন বিকাল তিনটায় ১৯ কেজি ওজনের বৃগেড মাছটি শিকার করে তারা। এতে এলাকায় হইচই পরে যায়।
সদর উপজেলার কলসগ্রাম(৬মাইল) এলাকার সৌখিন মৎস্য শিকারি নাছিম শরিফ বলেন, মাছ শিকারের দৃশ্য এফবিতে লাইভ দেখে বরিশালের একটি ব্যবসায়ীদের দল পিকনিকের জন্য মাছ দুটি এক লক্ষ টাকায় ক্রয় করতে চেয়ে ছিলো। আমরা মাছ দুটি বিক্রি না করে নিজেদের মধ্যে কেটে ভাগ করে নিয়েছি। তিনি আরো বলেন, ৫ হাজার টাকায় টিকিট কেটে বুধবার সকাল থেকে দিঘীর উত্তর পাশের ৭৪নং সিটে বড়শি ফেলি। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত টিকিটের মেয়াদ শেষ হওয়ার আগে মাছ দুটি বড়শিতে বাঁধে। আমার সাথে অভিজ্ঞ মৎস্য শিকারি সোহেল জমাদ্দার থাকায় মাছ দুটি উপরে তুলতে সক্ষম হয়েছি।
এইচেকআর