আমতলীতে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

আমতলীতে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পটুয়াখালী র্যাব-৮'র সদস্যরা । বৃহস্পতিবার দুপুরে উপেজলা কালীবাড়ী এলাকা তাকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত হলো উপজেলার আমজাদীয়া মাদ্রাসা এলাকার বাসিন্ধা মো. বাদল হাওলাদার (৪৮) । র্যাব সূত্রে জানা যায়, গুলিশাখালী ইউনিয়নের মরাদোনা রেগুলেটর খাল থেকে আমজাদীয়া মাদ্রাসা গামী কাঁচা রাস্তার পূর্ব পাশে অভিযান চালানো হয় । এসময় মাদক ব্যবসায়ী বাদল হাওলাদারকে গ্রেফতার করা হয় । পরে তার কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শমাহ আলম হাওলাদার বলেন গ্রেফতারকৃত আসামীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে ।
এইচেকআর