ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীর বার্থী ইউনিয়ন ভূমি অফিসে চুরির চেষ্টা

গৌরনদীর বার্থী ইউনিয়ন ভূমি অফিসে চুরির চেষ্টা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বুধবার দিবাগত গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরস্থ বার্থী ইউনিয়ন ভূমি (তহসিল) অফিসের তালা কেটে চুরির চেষ্টা করেছে সংববদ্ধ একদল চোর। এ ব্যাপারে গৌরনদী থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেছেন ওই  ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মিশেল  আল সাদি।

তিনি (মিশেল) জানান, মাঝেমধ্যে তিনি ইউনিয়ন ভূমি (তহসিল) অফিসে রাত যাপন করেন।  সংঘবদ্ধ একদল চোর বুধবার দিবাগত রাত ২টার দিকে তহসিল অফিসের কলাবসিবল (কেচিগেট) গেটের একটি তালা প্রায় কেটে ফেলে। এ সময় তিনি টের পেয়ে শয়ন কক্ষের দরজা খুললে ৩-৪ জন চোরকে পালিয়ে যেতে দেখেন। রাতেই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে  বৃহস্পতিবার সকালে গৌরনদী থানায় একটি সাধারন ডায়রি দায়ের করেন। ভূমি অফিসের রক্ষিত পরচাসহ গুরুত্বপূর্ন কাগজপত্র ও ল্যাবটপ চুরি করে ক্ষতিসাধরন করার আশঙ্কা করছেন তিনি।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন