আগৈলঝাড়ায় ধান ভাঙা মেশিন চুরি করতে গিয়ে আটক ২

বরিশালের আগৈলঝাড়ায় ধান ভাঙা মেশিন চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই চোর। আটককৃতরা হলো সময় গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত ধলু কাজীর ছেলে বেল্লাল কাজী (৩৫) ও বার্থী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুল কাশেম (১৯) ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের সুনীল হালদারের ছেলে সংকর হালদারের বাড়িতে থাকা একটি ধান ভাঙা মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় বেল্লাল কাজী ও আবুল কাশেমকে স্থানীয়রা আটক করে । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই চোরকে থানায় নিয়ে আসে।
এঘটনায় সংকর হালদার বাদী হয়ে বুধবার রাতেই থানায় মামলা দায়ের করে। যার নং-১৩। উপপরিদর্শক মিজানুর রহমান মিশু জানান, সংকর হালদারের বাড়িতে থাকা একটি ধান ভাঙা মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে আটক চোরদের থানায় দেয়া হয়। আটক দুই চোরকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচেকআর