আগৈলঝাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন সূর্য বেপারীর বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয় । আটককৃত হলো উপজেলার বারপাইকা গ্রামের মৃত. জগদীশ কির্তুনীয়ার ছেলে মাদক ব্যবসায়ী সুশান্ত কির্তুনীয়া (৩২) ।
থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন । থানা সূত্রে জানা যায় বুধবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করিম বাজার সংলগ্ন সূর্য বেপারীর বাড়ির পাশ^বতি এলাকায় বিশেষ অভিযান চলায় পুলিশ । এসময় মাদক ব্যবসায়ী সুশান্ত কির্তুনীয়াকে আটক করা হয় । পরে তার কাছ থেকে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয় ।
আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান আটককৃতদের বিরুদ্বে মাদক আইনে মামলা দায়ের কারা হয়েছে । বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচেকআর