দুই এমপি’র উপস্থিতিতে প্রস্তাবিত আঁড়িয়াল খাঁ সেতু এলাকা পরিদর্শনে সেতু বিভাগের টিম

আড়িঁয়াল খা নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে “বরিশাল-বাবুগঞ্জ-মীরগঞ্জ সড়কে আঁড়িয়াল খাঁ নদির উপর প্রস্তাবিত মীরগঞ্জ সেতু নির্মাণ এলাকা পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব এবং সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বকর ছিদ্দীক। পরিদর্শনের পূর্বে তাঁরা প্রস্তাবিত মীরগঞ্জ ফেরিঘাটের জন্য তৈরী করা বিভিন্ন দপ্তর ও সংস্থার কাগজপত্র, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কাগজপত্র, সেতু বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কাগজপত্র প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন সচিবের নেতৃত্বাধিন পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম, উপজেলার সহকারী কমিশনার মো. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ সরদার খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তারুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহরিয়ার আহমেদ, জাতীয় পার্টির উপজেলা সভাপতি মকিতুর রহমান কিসলু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন প্রমুখ।
পরে দুই এমপিকে সাথে নিয়ে বাবুগঞ্জ, মুলাদী, হিজলা এবং মেহেন্দিগঞ্জবাসীর প্রাণের দাবি মিরগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর সেতু নির্মাণের প্রয়োজনীয়তা যাচাইয়ে ট্রলার যোগে নদীর উভয় প্রান্ত পরিদর্শনসহ বিভিন্ন তথ্য ও চিত্র গ্রহণ করেন পরিদর্শন টিম।
জানা গেছে, ‘মুলাদী, বাবুগঞ্জ, হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েক লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবি আড়িয়াল খাঁ নদীর ওপর ব্রিজ নির্মাণের। এর প্রেক্ষিতে চারটি উপজেলা নিয়ে গঠিত দুটি সংসদীয় আসনের সংসদ সদস্য অর্থাৎ এমপি পংকজ নাথ এবং এমপি গোলাম কিবরিয়া টিপু তাদের নির্বাচনি ইস্তেহারে আড়িয়াখাঁ নদীর ওপর ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০১৯ সালের ২ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে বাবুগঞ্জ-মুলাদীর মধ্যবর্তী স্থানে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ নামক স্থানে ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে একটি লিখিত আবেদন করেন এমপি গোলাম কিবরিয়া টিপু।
এর পরিপ্রেক্ষিতে গত অর্থ বছরের ২ ফেব্রুয়ারি এডিপিতে বরাদ্দবিহীন নতুন প্রকল্প তালিকার ১৩০৯ স্মারখে স্থান পায় মিরগঞ্জ সেতু’র নাম। প্রকল্পটির নাম দেয়া হয়েছে ‘রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের ৮ কিলোমিটার অংশে জেড-৮০৩৪ শীর্ষক প্রকল্পের প্রিলিমিনারি উন্নয়ন প্রকল্প প্রস্তাব পিডিপিপি আড়িয়াল খাঁ নদীর ওপর সেতু নির্মাণ। সেতুটির দৈর্ঘ্য ১০০২ মিটার এবং অ্যাপ্রোচ সড়ক ৩ কিলোমিটার। প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৭১৪৮৭ দশমিক ৫৯ লক্ষ টাকা। সময়কাল নির্ধারণ হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত।
এদিকে, বৃহস্পতিবার বিজ্র নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শন পরবর্তী এমপি গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘সরকারের সম্ভাব্য সেতু নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি অংশ মিরগঞ্জ সেতু। অর্থ বরাদ্দ পেলেই এটি বাস্তবায়ণ মাত্র সময়ের ব্যাপার। মিরগঞ্জে সেতু নির্মাণ হলে বাবুগঞ্জ, মুলাদী, হিজলা এবং মেহেন্দিগঞ্জের মধ্যে যোগাযোগের ভিন্নমাত্রা যোগ হবে। মিরগঞ্জে খেয়া পাড়াপারে মানুষের ভোগন্তি দূর হবে বলে আশাবাদী তিনি।
এইচেকআর