বরগুনায় চ্যানেল আই'র জন্মদিন পালিত

দেশের প্রথম ডিজিটাল চ্যানেল "চ্যানেল আই'র ২৩ বছর উপলক্ষে শুক্রবার চ্যানেল আই দর্শক ফোরামের বৃক্ষ রোপন, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক হাবিবুর রহমান কার্যালয়ের চত্ত্বরে ফলজ চাড়া রোপন করেন। এছাড়া বরগুনা সরকারী কলেজ এবং বরগুনা আলিয়া মাদ্রাসা চত্ত্বরে বৃক্ষ রোপন করা হয়।
শুক্রবার জেলা প্রশাসক সন্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হাবিবুর রহমান। চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি সামসুউদ্বিন সানুর সভাপতিত্বে, তাসনিয়া হাসান অর্পিতার উপস্হাপনায় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান ,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম টুকু,সমাজসেবা অতিদপ্তরের উপ-পরিচালক কাজী মুহম্মদ ইব্রাহীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সোহেল হাফিজ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ,প্রকৌশলী নিজাম উদ্দীন, কবি ও সাহিত্যিক স্বপন বন্ধু, চ্যানেল আই দর্শক ফোরামের সাধারণ সম্পাদক তারিক বিন আনসারী সুমন,। স্বাগত বক্তব্য রাখেন, চ্যানেল আই প্রতিনিধি,হাসান ঝন্টু।
বক্তারা বলেন,২৩ বছরে চ্যানেল দর্শক শ্রোতাদের নতুন নতুন অনেক বিষয় উপহার দিয়েছে। কৃষকদের আজ একটি মর্যাদার স্হানে নিয়ে এসেছে চ্যানেল আই। প্রকৃতি ও জীবনের অজানা বিষয় নিয়ে এসেছে সামনে।
এইচকেআর