হলিডে স্কুল সম্পাদকের দায়িত্বে শর্মি

বরিশাল হলিডে স্কুল (বিএইসএস)এর সুপ্রিম কাউন্সিল আজ এক জরুরি সভায় মেয়াদোত্তীর্ণ কার্যনির্বাহী কমিটির কিছু সংশোধনীর সিদ্ধান্ত গ্রহন করে।
কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা প্রতিনিধি’র স্থান পরিবর্তন করে আগামী ৬ মাসের জন্য বর্তমান নির্বাহী কমিটি বহাল থাকছে। হলিডে স্কুলের সাবেক সম্পাদক রিয়াজুল জান্নাত প্রমি’র স্থলাভিষিক্ত হয়েছেন পটুয়াখালী জেলা প্রতিনিধি ফাতেমা-তুজ-জোহরা শর্মি এবং পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসাবে পরবর্তী ৬ মাস দায়িত্ব পালন করবেন তাসনিম বিনতে মনির।
সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য বরিশাল হলিডে স্কুল বিভাগীয় বিতর্ক সংগঠন হিসেবে বরিশালের বিভিন্ন স্কূল ,কলেজ,বিশ্ববিদ্যালয়ে বিতর্ক নামক বাচিক শিল্প
নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে।
এইচকেআর