ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে বাবুগঞ্জে মানববন্ধন

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে বাবুগঞ্জে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


আন্তর্জাতিক অহিংস দিবস-২০২১ উপলক্ষে বাবুগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির যৌথ উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‘সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠিত ওই মানববন্ধনে পিএফজি ও সুজন কমিটির সদস্য ছাড়াও রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পিএফজির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাবের সভাপতিত্বে এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উপজেলা সম্পাদক ও বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাবু, সুজনের সহ-সভাপতি রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেব, বিকশিত নারী নেটওর্য়াকের সভানেত্রী শাহনাজ পারভিন রাণী, সৈয়দ মোশারেফ রাশিদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক শাহিন হোসেন, ছাত্রদলের সহ-সভাপতি নাসির উদ্দিন, সুজনের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক শাহিন মাহমুদ, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর প্রভাষক মহিদুল ইসলাম জামাল, ইউনিয়ন কো-অর্ডিনেটর আবু হানিফ ফকির, রহমতপুর ইউপি সদস্য হেলেনা বেগম রহিমা, আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী মাঝি, নুরুল হক হাওলাদার, সাংবাদিক রোকন মিয়া, সফিকুল ইসলাম, রুবেল সরদার প্রমুখ।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন