তথ্য অধিকার দিবসে বরগুনায় আলোচনা সভা


আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে সুজন আয়োজিত আলোচনা সভা শনিবার বেলা ৪টায় বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সুজন-সুশাসনের জন্য নাগরিক বরগুনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিমাদ্রি চন্দ্র দেবনাথ কেশবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুনীরুজ্জামান মুনীর। এসময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মীর্জা হুমায়ুন কবির বাচ্চু, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, সঞ্জীব দাস, মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক এডভোকেট সোহেল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাস।
সভা সঞ্চালনা করেন সুজনএর বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা কাদের।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সবুজ আঞ্চলিক সমন্বয়কারী শেখ আল আমিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রেজাউল ইসলাম টিটু, মিজানুর রহমান, জাহাঙ্গীর কবীর মৃধা, শাহ আলী, বিশিষ্ট কন্ঠশিল্পি মনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল প্রমুখ।
এইচকেআর
