ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

বাবুগঞ্জে ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জে ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

বরিশালের বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর প্রর্যন্ত মোট ২২দিন সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রস্ততিমূলক ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মর্তা মো. সাইদুজ্জামান’র সঞ্চালনায় সভার সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা(এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট) মো. অমীনুল ইসলাম বলেন, ‘মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার ২২দিন সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর থাকবে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন ,মৎস্য অধিদপ্তর ও পুলিশ বাহীনির সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনা করা হবে। বাবুগঞ্জের মধ্যে অবস্থিত সন্ধ্যা,সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে কঠোর অভিযানের আভাস দিয়ে তিনি আরো বলেন, দুই জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ সংশ্লিষ্ট সার্বক্ষনিক তৎপর থাকবে। অভিযান সফল করতে ইলিশ ক্রয়-বিক্রয়,মজুদ ও আহরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। এবারের অভিযানে আইন বহির্ভূত কোন সুপারিশ গ্রহন করা হবে না। নিষেধাজ্ঞায় মাছ শিকার থেকে বিরত রাখতে সরকার বাবুগঞ্জে ৩ হাজর ২শত ৭২ জেলে পরিবারের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে ’।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, সহকারি কমিশনার(ভূমি) মো. মিজানুর রহমান, বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান, উপজেলা মক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনিচুর রহমান সিকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আরিফুল ইসলাম, এয়ারপোর্ট থানার এসআই ইলিয়াস, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, গোপালগঞ্জ মৎস্য সমিতি’র বাবুগঞ্জ সভাপতি প্রসেনজিৎ দাস অপু প্রমুখ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন