ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম ভবন ও গ্যারেজ উদ্বোধন

 বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম ভবন ও গ্যারেজ উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত একতলা বিশিষ্ট ক্লাসরুম ভবন ও গাড়ীর গ্যারেজ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর ) বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এ ভবন দুটি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপাচার্য বলেন, ক্লাসরুম ভবন নির্মান করায় শিক্ষার্থীদের কিছুটা হলেও ক্লাস রুমের সংকট দূর হবে এবং গ্যারেজ নির্মান করায় পরিবহন পুলের গাড়ীগুলো রক্ষাণাবেক্ষন অনেক সহায়ক হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, দপ্তরপ্রধান, শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোশিয়েশন, গ্রেড ১১-১৬ ও ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ প্রকৌশল শাখার কর্মকর্তবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশীদ আবেদীন জানান প্রকৌশল শাখার তত্বাবধায়নে ভবন দুটি নির্মানে মোট ব্যয় হয়েছে একানব্বই লক্ষ টাকা। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন