দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে জেলের নৌকা ও জাল


বরগুনার আমতলী পৌর এলাকার পায়রা নদী সংলগ্ন বাসুগী খালে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে জেলে মো. আবু হানিফ, রহমান মিয়া ও মো. আব্দুর রব মাতুব্বরের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার, জাল ও মেশিন। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগিদের।
জানা গেছে, রবিবার রাত অনুমান ৩ টা থেকে ৪ টার মধ্যে দুর্বৃত্তরা বাসুগী খালের তীরে মাছ ধরার ট্রলারটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রলারে থাকা মেশিন ও জাল পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার সকালে ট্রলারটিতে আগুন জলতে দেখে স্থাণীয় ফরিদ ট্রলার মালিকদের খবর দেন। তারা ঘটনা স্থলে এসে দেখতে পান অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রল ঢেলে জাল, ট্রলার, মেশিন পুড়িয়ে দিয়েছে। বিষয়টি আমতলী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ক্ষতিগ্রস্থ জেলেরা জানান, গভীর রাতে আমাদের মাছ ধরার ট্রলারে অজ্ঞাত সন্ত্রাসীরা পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়ে ফেলেছে। আমরা বিষয়টি আমতলী থানা ও মৎস্য অফিসকে জানিয়েছি। আমরা এ ঘটনার বিচার চাই।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিম সরদার বলেন, আমরা রাতে নদীতে টহল দেয়ার সময় ঐ স্থানে আগুন জলতে দেখেছি। তাছাড়া লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আমতলী থানার অফিসার ইনর্চাজ মো. শাহ আলম হাওলাদার।
কে আর
