ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

উজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাংচুর, নারীসহ আহত ৫

উজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাংচুর, নারীসহ আহত ৫
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতঘর ভাংচুর করেছে প্রতিপক্ষরা।  এ সময় বাধা দেয়ায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে তারা। সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের লস্কেরপুর গ্রামে এ ঘটনা ঘটে ।

আহতরা হলেন রোলন বেপারি, তার স্ত্রী খদিজা বেগম, মেয়ে কলেজ ছাত্রী নুপুর আক্তার, ভাতিজী স্কুল ছাত্রী তানজিলা আক্তার ও গৃহবধূ জাকিয়া বেগম।

এ ঘটনায় আহত রোলন বেপারী বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করে।  ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো মোখলেছ ঘরামী, শামিমুর রহমান নিলু ও রাকিব হাওলাদার । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ এ তথ্য নিশ্চিত করেছেন ।

মামলা ও আহত সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের লস্কেরপুর গ্রামে সোমবার সকালে প্রতিপক্ষ মোখলেছ ঘরামি, শামিমুর রহমান নিলু ঘরামি, আলমগীর ঘরামি, রফিকুল ইসলাম সহ ১০/১৫ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত একই গ্রামের রোলন বেপারীর বসতঘর প্রকাশ্যে ভাংচুর করে । এসময় বাঁধা দিতে আসলে স্কুল শিক্ষার্থীসহ একই পরিবারের ৫ জনকে কুপিঁয়ে রক্তাক্ত জখম করে তারা । পরে বসতঘরের মালামাল লুটপাটসহ নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষরা ।

ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২০০৭ সালে স্থানীয় মান্নান ঘরামীর কাছ থেকে লস্কেরপুর মৌজার ৭৯নং খতিয়ানে ১১১ নং দাগে সাড়ে ১০ শতাংশ জমি  ক্রয় করে ভোগ দখল করে আসছে রোলন বেপারি (৪২)। ওই সম্পত্তি ভোগ দখল করার জন্য জোর চেষ্টা চালায় প্রতিপক্ষ  মোখলেছ ঘরামি গংরা।

অভিযুক্ত মোখলেছ বেপারী জানান, উক্ত সম্পত্তি আমাদের ক্রয়কৃত সম্পত্তি।  ওই জমি নিয়ে আদালত থেকে ১৪৪ ধারা জারী করা হয়েছে। উল্টো রোলন বেপারি গংরা আদালতের নির্দেশ উপেক্ষা করে বিরোধী সম্পত্তিতে কাজ শুরু করে তাতে আমরা বাধাঁ দিলে উল্টো তারা আমাদের উপর হামলা চালিয়েছে। তাদের হামলায় নিলু সহ আমি গুরুতর আহত হয়েছি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, বিষয়টি জানার পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে । আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তিন আসামীকে আটক করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।
                                         
           

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন