ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

পটুয়াখালীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

পটুয়াখালীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীতে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। আজ বুধবার সকালে শহরের ডিসি ঘাট এলাকায় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।

এসময় সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো নুরুল ইসলাম ও পটুয়াখালী কোস্টগার্ড কন্টিজেন কমান্ডার মো জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা জানান, লাউকাঠী ও লোহালিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ব্যবহার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

এদিকে মা ইলিশ রক্ষার দুই দিনে জেলায় ১৪ হাজার ৩৩ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জালের আনুমানিক মূল্য ২৮ লাখ ৬৬ হাজার টাকা। এসময় ১ কেজি মাছ আটক করা হয়। পরে তা এতিম খানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন