রাঙ্গাবালীতে বাড়ির পুকুরে দুই শিশুর মৃত্যু


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফাতিমা (৩) ও রাফিল (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে পৃথক এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মারা যাওয়া শিশু ফাতেমা চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট গ্রামের ফোরকান বয়াতীর মেয়ে এবং রাফিল একই ইউনিয়নের নয়ারচর গ্রামের মাহবুল হাওলাদারের ছেলে। দুজনেই খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ মিজান বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। লাশ দুইটি উদ্ধার করে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
এইচকেআর
