দুমকিতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার


পটুয়াখালীর দুমকিতে ধর্ষণ মামলায় মো. আবু বকর সরদার (২২)নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পাঙ্গাশিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার পাঙ্গাশিয়ায় ১৮ বছরের এক যুবতী মেয়ে ধর্ষণ শিকার হয়। এ ঘটনায় ধর্ষিতার বাবা আলতাফ তালুকদার বাদী হয়ে দুমকি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরি প্রেক্ষিতে
থানার এসআই মাহাবুব মল্লিকের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামী মো. আবু বকর সরদারকে গ্রেপ্তার করে পটুয়াখালী আদালতের মাধ্যমে ককারাগারে প্রেরণ করেছে। দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এইচকেআর
