১৩ জনের বিরুদ্ধে হামলা-ছিনতাই এর অভিযোগ কলাপাড়া থানায়


কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে পুলিশের কাছে সাক্ষ্য দেবার অপরাধে রড দিয়ে বে-ধড়ক পিটিয়ে রাজিব গাজীর ডান পা ভেঙে রুবেল গাজীকে মারধর করার ঘটনা ঘটেছে।
১২অক্টোবর মঙ্গলবার উপজেলার লালুয়া মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটায় জিহাদ গাজীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত।
রুবেল গাজীর খুতিতে থাকা ৫০হাজার ৫শত টাকা ছিনিয়ে নেবার ঘটনায় কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দুর্ভোগী রুবেল গাজী। রড দিয়ে ডান পায়ে আঘাত জনিত কারনে স্বপন গাজীর পুত্র রাজিব গাজীকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দায়েরকৃত অভিযোগে জানা যায়,পটুয়াখালী দ্রুত বিচার আাদালতে সি;/আর ১৮০/২১যাহার কলাপাড়া থানার মামলা নং ১৭ তাং০৮/০৯/২০২১ মামলায় স্বাক্ষী হিসেবে পুলিশের তদন্ন্তে স্বাক্ষ প্রদানের অপরাধে লালুয়া মুক্তিযোদ্ধা বাজারে মঙল বার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পুর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে আজিজ গাজীর হুকুমে অভিযোগে বর্নিত আসামীরা লাঠি, লেজা,লোহার রড দিয়ে শরীরে বেধড়ক পিটিয়ে ফুলা জখম করে রাস্তার উপর ফেলে আসামী জলিল গাজী,মোস্তফা গাজী,জাকির মৃধা, আলতাফ মৃধা ও জিহাদ গাজী আকবর গাজী, হাত পা চেপে ধরে গলা পাদিয়ে চেপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেস্টা করে।উল্লেখিত আসামীরা রুবেল গাজীর কোমরে বাধা কালো খুতিতে থাকা নগদ ৫০হাজার ৫শত টাকা খুতি সহ ছিনিয়ে নিয়ে যায়। এসময় রাজিব গাজী রুবেল গাজী কে রক্ষা করতে এগিয়ে এলে আকবর গাজী, মোস্তফা গাজী, মিজানুর রহমান, রাকিবুল মাতুব্বর লোহার রড দিয়ে এলোপাথারী পিটিয়ে গুরুতর জখম করে। আহতদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে বীরদর্পে চলে যায়।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম এর সাথে মুঠোফোনে কথা হলে,তিনি জানান অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্হা নেয়া হবে। কলাপাড়া থানায় লিখিত অভিযোগে ১৩জনকে আসামী করা হয়েছে।
এমবি
