আমতলীতে জেলা প্রশাসকের পূজা মণ্ডপ পরিদর্শন

বরগুনার আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মণ্ডপ মঙ্গলবার সন্ধ্যার পরে পরিদর্শন করেছেন বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
এসময় তার সাথে ছিলেন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার, চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান খান বাদল, পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান , আওয়ামীলীগ নেতা ধীরাজ কুমার বিশ্বাস প্রমুখসহ সরকারী বেসরকারী কর্মকর্তারা ও হিন্দু ধর্মীয় নেতারা।
প্রসঙ্গত, এবারে আমতলী উপজেলায় পৌরসভাসহ ৭টি ইউনিয়নে ১৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাউৎসব উদযাপন হচ্ছে।
এমবি