ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • পিল খাইয়ে প্রেমিকার গর্ভপাত করিয়েছেন ছাত্রলীগের সভাপতি জসিম

    পিল খাইয়ে প্রেমিকার গর্ভপাত করিয়েছেন ছাত্রলীগের সভাপতি জসিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম অতঃপর বাসায় ঢুকে শারীরীক সর্ম্পক স্থাপন। এতে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে গর্ভপাতের ওষুধ খাইয়ে চেষ্টা, তাতে কাজ না হওয়ায় হাসপাতালে নিয়ে গর্ভপাত করানো হয়। বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে এমন অভিযোগে মামলার আবেদন করেছেন এক তরুনী।

     

    সোমবার (১৯ এপ্রিল) রাতে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দেন ২৫ বছর বয়সী সেই তরুনী। বরিশাল সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কাশিপুরের বাসিন্দা সেই তরুনী অভিযুক্ত ছাত্রলীগ নেতা জসিমউদ্দিনের আত্মীয় হন।


    অভিযোগে উল্লেখ করেছেন, মহানগর ছাত্রলীগের সভাপতির সাথে ৮ বছর ধরে সর্ম্পক চলে আসছিল ওই তরুনীর। প্রেমের সম্পর্ক থাকাকালীন বিভিন্ন সময় শারিরীক সম্পর্ক করার প্রস্তব দেয়। ওই তরুনী প্রস্তাবে রাজী না হলে জসীম উদ্দিন বিয়ের প্রলোভন দেখায়। এসময়ে জসীম উদ্দিন বিভিন্ন ধরণের উপহার সামগ্রী দিয়ে আকৃষ্ট ও বিম্বাস অর্জন করতে চায়।  

     

    সেই সূত্র ধরে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর ওই তরুনীর বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণ করেন। এতে অন্তঃস্বত্ত¡া হয়ে পড়ে তরুনী। জসীম উদ্দিন এই খবর শুনে গর্ভপাত করানোর জন্য প্রস্তাব দেন। কিন্তু রাজি না হলে সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না বলে বুঝায়। শেষে গর্ভজাতক নষ্ট করার জন্য পিল এনে দেয় জসীম। অবশেষে বরিশাল জেনারেল হাসপাতালে ডাঃ তানিয়া আফরোজের মাধ্যমে গর্ভপাত করান।
    পরবর্তীতে ঢাকা, বরিশালের বিভিন্ন হোটেল ও রেস্তোরায় দেখা করার সময়ে আমাকে বিয়ের প্রলোভন দিতে থাকেন। এই সময়েও একাধিকবার ধর্ষণের শিকার হন ওই তরুণী।


    সর্বশেষ চলতি ২০২১ সালের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় তরুনীর বাসায় গিয়ে সারারাত একসাথে থাকেন জসিম উদ্দিন। এসময়ে তরুনীকে তিনবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করেন।


    কিন্তু জসীম উদ্দিন ওই তরুনীকে বিয়ে করতে শেষে রাজি হননি।


    স্থানীয়ভাবে জানা গেছে, সংক্ষুব্ধ তরুনী এপ্রিল মাসের শুরুর দিকে নগরীর সাগরদিতে জসীম উদ্দিনের বাসায় গিয়ে বিয়ের দাবীতে হট্টোগোল করেন। এর কিছুদিন পরে জানতে পারেন, জসীম উদ্দিন তাকে বাদ দিয়ে অন্য এক মেয়ের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।


    এ বিষয়ে অভিযুক্ত মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিন বলেন, সেই মেয়েকে আমি চিনি। তিনি আমার আত্মীয় হন। তার সাথে প্রেমের সর্ম্পক ছিল না। ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।


    এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানিয়েছেন, তরুনীর অভিযোগটি ধর্ষণের। আমরা প্রাথমিক তদন্ত করছি। কিছু ‘ডকুমেন্টস’ নিচ্ছি। এরপরে আমরা মামলা আকারে গ্রহন করবো। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ