ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

কলাপাড়ায় প্রভাষক আবু ইউসুফ’র লেখা বই প্রদান

কলাপাড়ায় প্রভাষক আবু ইউসুফ’র লেখা বই প্রদান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোটদের জন্য লেখা গল্প ও কাব্যের দুটি বই "শিশুবন্ধু মুজিব" এবং "খোকাই আজ বাঙালি জাতির পিতা" সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক  লেখক ও সাহিত্যিক মো. আবু ইউসুফ এর লেখা বই প্রদান করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) জগৎ বন্ধু মন্ডল'কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বই দুটি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম। বই দুটি ২০২১ সালের ঢাকা বাংলা একাডেমির বই মেলায় প্রকাশিত হয়।

লেখক প্রভাষক মো. আবু ইউসুফ জানান, বাংলা একাডেমির ২১ বই মেলায় বই দুটি প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ স্থানীয় নেতা সাধারণ সম্পাদক মন্ত্রী ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ফজলে শামস পরশ ভাইকে বই দুটি পৌঁছে দেয়া হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন