ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে মাদক কারবারী গ্রেফতার

আমতলীতে মাদক কারবারী গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব -৮্ বুধবার দুপুর তিটার দিকে বরগুনা জেলার আমতলী থানাধীন চাওড়া ইউনিয়নের চন্দ্রা সাকিনস্থ হলদিয়া ব্রিজের সংলগ্ন জনৈক আফজাল গাজীর ফার্মেসী দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নেতৃত্বে উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক মোঃ রুবেল মৃধা(৩১)কে ৩০ (ত্রিশ) পিচ কথিত ইয়াবা, ০১ টি মোবাইল, ০২ টি সীম উদ্ধার পূর্বক গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসাীকে  বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করেন। এ ব্যাপারে  র‌্যাব  বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
 আমতলী থানার অফিসার ইনচার্জ মো, শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত মাদক কবারবারীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন