ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাতপাখা প্রতীকেই ভোট দিতে হবে: চরমোনাই পীর নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত সোয়া ৪ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের প্রশাসন কোনো পক্ষের হয়ে কাজ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নুর ভোটে দায়িত্বরত কেউ গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবেন না দুর্নীতির বরপুত্র বরিশাল বিআরটিএ’র শাহ আলম কারাগারে, আদালত চত্বরে সাংবাদিককে লাথি
  • বিশ্বসেরা গবেষকের তালিকায় পবিপ্রবি'র ২৩ শিক্ষক

    বিশ্বসেরা গবেষকের তালিকায় পবিপ্রবি'র ২৩ শিক্ষক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগের ২৩ জন শিক্ষকের নাম স্থান পেয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।

    ওয়েব সাইটে দেয়া তথ্যে জানা গেছে, তালিকায় স্থান পেয়েছে বিশ্বের ২০৬ টি দেশের সাত লাখ আট হাজার ৫৬১ জন গবেষক। যেখানে স্থান করে নিয়েছে বাংলাদেশের এক হাজার ৭৯১ জন গবেষকও। এডি সায়েন্টিফিক ইনডেক্সের এ তালিকায় ১২ ক্যাটাগরিতে সকল গবেষকদের ভিন্ন ভিন্নভাবে ভাগ করা হয়েছে।

    এ তালিকায় স্থান পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, কম্পিপউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. শামসুজ্জামান, এগবিকালচার বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর ড. আব্দুল কাইউম, ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. মুহাম্মদ আবু বকর সিদ্দিক, ফিসারিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রফেসর ড. ফেরদৌস আহমেদ, এন্টোমলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. নেছার উদ্দিন আহমেদ, প্ল্যান্ট প্যাথলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. শাহ মো. আশরাফুল ইসলাম, অ্যানিমেল সায়েনস ডিপার্টমেন্টের প্রফেসর ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মেডিসিন সার্জারি অ্যান্ড অবসটেট্রিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ডা. দিব্যেন্দু বিশ্বাস, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডা. মিল্টন তালুকদার, ফিসারিজ টেকনোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. সাজেদুল হক, এগবিকালচারাল বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. মায়নুল হাসান, এগৰোনোমি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. শামীম মিয়া, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রফেসর ডা. ফারজানা ইসলাম রুমি, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজির প্রফেসর ডা. মো. আহসানুর রেজা, অ্যাকুয়াকালচার ডিপার্টমেন্টের প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. এস.এম. তাওহিদুল ইসলাম, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হক কায়েশ, মেডিসিন সার্জারী অ্যান্ড অবসটেট্রিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ডা. মো. সেলিম আহমেদ, এন্টোমলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. মহসীন হোসেন খান এবং একই ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানের নাম। উক্ত বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তালিকায় ১ম স্থানে রয়েছেন প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং বাংলাদেশের মধ্যে ২৪ তম স্থানে রয়েছেন তিনি।  

     এডি সায়েন্টিফিক ইনডেক্স রযাংকটি গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষনার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের উপর ভিত্তি করে প্রকাশ করেছে।

     

     

    জাকির হোসেন হাওলাদার /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ