ভারতীয় ডেপুটি হাই কমশিনারের কুয়াকাটায় পূজা মণ্ডপ পরিদর্শন


পর্যটন কেন্দ্র কুয়াকাটার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রায়না।
বুধবার রাত ১০টায় তিনি সস্ত্রীক কুয়াকাটায় পৌছালে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় সৈকত ঘেষা শ্রী রাঁধাগোবিন্দ মন্দির ও সেবাশ্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাসসহ উপজেলা এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারতীয় ডেপুটি হাই কমিশনারের আগমনকে ঘিরে মন্দির প্রাঙ্গনে লোকসংগীত ও বাউল গানের আয়োজন করা হয়।
এইচকেআর
