কলাপাড়ায় নির্মাণাধীন আবাসন থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার


কলাপাড়ায় পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মাণাধীন আবাসন কেন্দ্র থেকে শাওন (২২) নামের এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে লালুয়া ইউপির মহল্লাপাড়া গ্রামে ওই আবাসন কেন্দ্রের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত নেছার উদ্দিন শাওন ভোলার চরফ্যাশনের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। শাওন নির্মাণাধীন আবাসনে ঠিকাদারী প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ^াস ওই প্রজেক্টে কর্মরত শ্রমিকদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, সকাল আটটার দিকে মৃতের ঘরের দরজা বন্ধ দেখে তার সহকর্মীরা অনেক ডেকেও কোন সাড়া পাননি। পরে জানালা দিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এমবি
