চরফ্যাসনে কোষ্টগার্ডের অভিযানে ৩ জেলে আটক

অবরোধের ১২তম দিনে ভোলার চরফ্যাসন উপজেলার বুড়ো গৌরাঙ্গ নদীর বিভিন্ন এলাকায় শুক্রবার ভোর ৫ টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩ জেলেসহ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ছোট ৩টি টলার আটক করেছে কোষ্টগার্ড চরমানিকা আউটপোষ্ট কন্টিনজেন্ট।
এসময় জালে আটকে থাকা ৪০ কেজি মা ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে স্থাণীয় ৩টি এতিমখানায় দেয়া হয়।
বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম ওয়ালীউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুড়ো গৌরঙ্গ নদীর, নজরুল নগর ইউনিয়নের নলুয়া সুলিজ নামক এলাকায় অভিযান পরিচালনাকালীন নদীতে ৩ জেলেসহ ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ৩টি টলার আটক করা হয়।
পরে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের নির্মাণাধীন অফিসের সামনে কারেন্ট জাল গুলো পুড়িয়ে দেয়া হয় এবং উপজেলা মৎস্য মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনাল এর নির্দেশে জেলেদেরকে দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়।
এইচকেআর