পবিপ্রবিতে গুছভুক্ত 'এ' ইউনিটর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের সমন্বতি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা রবিবার দুপুর ১২টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এদিকে দুপুর ১২টায় পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন হলসমূহ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
এ সময় তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবারের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ সন্তোষজনক। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর 'বি' ইউনিট এবং ১লা নভেম্বর 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের সারবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিল।
এছাড়া দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল বের করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শান্তিপূর্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এইচকেআর
