মহিপুরে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত


কুয়াকাটার মহিপুরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী পালন করেছে মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও থানা যুবলীগ। এ উপলক্ষে সোমবার সকাল দশটায় অলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
পরে ১০ পাউন্ডের একটি কেক কেটে জন্মদিন উদযাপন করেন যুবলীগের নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ মালেক আকন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, সহ-সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ কালিম মুহম্মদ, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট ও যুগ্ন আহবায়ক মাসুদ মোল্লা, সদস্য জিল্লুর রহমান কিশোর, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনির হাওলাদার, শেখ ইসাহাক আলী, মো. ফেরদাউস হাওলাদার, মনির হাওলাদার সুমন, ছাত্রলীগ সভাপতি সোয়াইব হাওলাদার ।
পরে অর্ধশতাধিক নেতাকর্মী শেখ রাসেল সেতুর নিচে মহিপুর বাজারের প্রধান সড়কে পরিচ্ছন্নতা অভিযান চালায়।
এইচকেআর
