বরগুনায় ২৬ মাস পরে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভা


বরগুনায় মঙ্গলবার জাতীয় সংসদ সদস্যর নির্দেশে ২ বছর ২ মাস পরে হাসপাতাল ব্যাবস্হাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বেলা সাড়ে ১১ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বরগুনা- ১ সংসদীয় আসনের সংসদ সদস্য আ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
সভায় উপস্হিত ছিলেন,জেলা প্রশাসক, হাবিবুর রহমান,সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বরগুনার ২৫০ শয্যার হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ সোহরাব উদ্দীন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাসকিয়া,চেম্বার অবকমার্স সভাপতি জাহাঙ্গীর কবির, মুক্তিযোদ্ধা, সুখরঞ্জন শীল,আঃ রশিদ, আঃ মোতালেব মৃধা,সাংবাদিক মনির কামাল, জাফর হাওলাদার ব্যাবস্হাপনা কমিটির সদস্য মাওলানা আলতাফ হোসেন, আ্যাডঃ আনিচুর রহমান সহ ব্যাবস্হাপনা কমিটির সদস্যরা।
সভা চলকালিন সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু স্বাস্হ্য মন্ত্রনালয়ের সচিবের সাথে বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকট নিরসনে দ্রুত ব্যবস্হা নেয়ার পাশাপাশি সরেজমিনে হাসপাতাল পরিদর্শনের আহবান জানান।
এসময় স্বাস্হ্য সচিব বলেন, বরিশাল বিভাগের মধ্য বরগুনায় স্বাস্হ্য বিভাগের সংকটের বিষয় তিনি অবহিত, দীর্ঘ সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার তিনি প্রতিশ্রুতি দেন।
বরগুনা জেনারেল হাসপাতালের নতুন ভবন হলেও এখনো আসবাবপত্র আসেনি, ৪২ জন চিকিৎসকের মধ্য আছেন ৫ জন, ৮৫ জনের স্হানে ৩৮ জন নেই। ২৫০ শয্যার হাসপাতালে সুইপার মাত্র ১জন। হাসপাতালের পুকুর দখল করে আছে বহিরাগতরা, লিফট আছে কিন্তু লিফটম্যান নেই,২৫০ শয্যার হাসপাতালে খাবার বরাদ্দ ১শ'শয্যার হাসপাতালের এই সমস্যা নিয়ে সদস্যরা সভায় আলোচনা করা হয় ।
এইচকেআর
