বরগুনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

বরগুনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী। ইসলামিক ফাউন্ডেশন, সিরাত অ্যাকাডেমী ও শিশু একাডেমীর সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসন দিবসটি পালন করেছে। দিবসটি উপলক্ষে ২০ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়ানুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন-বরগুনার উপ-পরিচালক এম. মাকসুদুর রহমান। আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশিদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ মিয়া, জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেন ও সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু।
হযরত শাহ কেরামত আলী (র.) জৈনপুরী জামে মসজিদ ও খানকাহ শরীফের পক্ষ থেকে করা হয়েছে বর্নাঢ্য র্যালী।
এইচকেআর