বরগুনায় সাজাপ্রাপ্ত শ্রমিকলীগ নেতাকে বহিষ্কার

মাদক মামলায় সাজাপ্রাপ্ত শ্রমিকলীগ নেতা হালিম মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে বরগুনা জেলা শ্রমিকলীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ।
বরগুনা জেলা শ্রমিকলীগের সভাপতি আব্বাস হোসেন মন্টু মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নাহিদ হোসেন মাদক মামলায় আসামী আব্দুল হালিম মোল্লাকে ১ বছরের কারাদন্ড দেন ।
বরগুনা জেলা শ্রমিকলীগের সভাপতি আব্বাস হোসেন মন্টু মোল্লা জানান, মাদক মামলায় সাজা হওয়ায় শ্রমিকলীগ জেলা শাখার সহ সভাপতি ও বিভক্ত কমিটির আহবায়ক আবদুল হালিম মোল্লা জেলা শ্রমিকলীগের সহ সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য ২০১৬ সালের ৬ ডিসেম্বর ২০ গ্রাম গাঁজাসহ আবদুল হালিম মোল্লাকে আটক করা হয়। ওই সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয় । এই মামলায় ৫ বছর পরে আদালত সোমবার তাকে সাজা প্রদান করে ।
এইচকেআর