ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরগুনায় সাজাপ্রাপ্ত শ্রমিকলীগ নেতাকে বহিষ্কার

বরগুনায় সাজাপ্রাপ্ত শ্রমিকলীগ নেতাকে বহিষ্কার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মাদক মামলায় সাজাপ্রাপ্ত শ্রমিকলীগ নেতা হালিম মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে বরগুনা জেলা শ্রমিকলীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ।

বরগুনা জেলা শ্রমিকলীগের সভাপতি আব্বাস হোসেন মন্টু মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বরগুনা মুখ‍্য বিচারিক হাকিম আদালতের জ‍্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নাহিদ হোসেন মাদক মামলায় আসামী আব্দুল হালিম মোল্লাকে ১ বছরের কারাদন্ড দেন ।


বরগুনা জেলা শ্রমিকলীগের সভাপতি আব্বাস হোসেন মন্টু মোল্লা জানান, মাদক মামলায় সাজা হওয়ায় শ্রমিকলীগ জেলা শাখার সহ সভাপতি ও বিভক্ত কমিটির আহবায়ক আবদুল হালিম মোল্লা জেলা শ্রমিকলীগের সহ সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য ২০১৬ সালের ৬ ডিসেম্বর ২০ গ্রাম গাঁজাসহ আবদুল হালিম মোল্লাকে আটক করা হয়। ওই সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয় । এই মামলায় ৫ বছর পরে আদালত সোমবার তাকে সাজা প্রদান করে ।  

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন