আমতলীতে দুই ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা

বরগুনার আমতলীতে দুই ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাক্তার বাড়ী এবং আমড়াগাছিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয় । অভিযান কালে ফামের্সীতে নমুনা ঔষধ বিক্রয় করা এবং পেট্রোল পাম্পে তেলের পরিমানে কম দেওয়ার অপরাধে মেসার্স সিকদার ট্রেডার্সকে ৩০০০ টাকা এবং রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক (অঃদঃ) মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৪৬ ধারা মোতাবেক এ অর্থদন্ড প্রদান করেন। র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি টিম সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
এইচকেআর