ঢাকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

Motobad news

‘গার্লস ওয়ান্ট গার্লস’

‘গার্লস ওয়ান্ট গার্লস’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বলিউডের নতুন বেস্ট ফ্রেন্ড বাডিজ বলা হয় সারা আলি খান ও জাহ্নবী কাপুরকে। এর কারণও আছে। তা হলো— শরীরচর্চা থেকে হ্যাংআইউ সবখানেই তারা দুজনকে দেখা যায় একসঙ্গে।

সম্প্রতি ইনস্টাগ্রামে সারা আলী খান তাদের বেশকিছু ছবি পোস্ট করেছেন। জাহ্নবীও পোস্ট করেছেন একই ছবিগুলো।

সারা লিখেছেন, রিয়্যাল প্রিন্সেস ফিক্স ইচ আদার’স ক্রাউনস... ফ্রেন্ডশিপ, ইনস্পিরেশন, মোটিভেশন ফ্রম জিম টু গাউনস...।

এ কয়েকটি শব্দের মধ্য দিয়ে অনেক কথাই বলে দিয়েছেন অভিনেত্রী।

জাহ্নবীও এ ছবিগুলো পোস্ট করে লিখেছেন, গার্লস ওয়ান্ট গার্লস।

নেটিজেনদের নজর কেড়েছে তাদের এ পোস্ট।

দুজনের পোস্টের কমেন্টে তাদের ছবির প্রশংসায় মেতেছেন ভক্তরা।

এই দুই তারকা সন্তান ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন প্রায় একই সময়ে। এরপর থেকে তাদের মধ্যে গণমাধ্যম প্রতিদ্বন্দ্বিতা খুঁজে বের করার চেষ্টা কম চালায়নি। কিন্তু তারা সে পথে হাঁটেননি, বেছে নিয়েছেন বন্ধুত্বকে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন