ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীতে ১৩৪৮ জেলে পেল বিশেষ ভিজিএফের চাল

আমতলীতে ১৩৪৮ জেলে পেল বিশেষ ভিজিএফের চাল
আমতলীতে ১৩৪৮ জেলে পেল বিশেষ ভিজিএফের চাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে ইলিশের প্রজনন মৌসুমে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা।

জানা গেছে, সরকার ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ,পরিবহণ, মজুদ,বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ সময়ে জেলেদের কষ্ট লাগবে সরকার তাদের জন্য বিশেষ ভিজিএফ’র বরাদ্ধ দেয়।

শুক্রবার সকাল দুপুরে  উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  নিষিদ্ধ সময়ে সাগর ও নদীতে ইলিশ আহরণে বিরত থাকা উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের ১৩৪৮ জন নিবন্ধিত জেলের মাঝে জেলেপ্রতি ২০ কেজি করে চাল দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী  উন্নয়ন অফিসার মো. আলমগীর হোসেন সহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে। ওই কর্মসূচির চাল  ইউনিয়নের নিবন্ধিত ১৩৪৮ জন জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন