ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

তালতলীতে পরিবেশ আন্দোলনের মানববন্ধন

 তালতলীতে পরিবেশ আন্দোলনের মানববন্ধন
তালতলীতে পরিবেশ আন্দোলনের মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস-২০২১ উদযাপন উপলক্ষে পায়রা-বিষখালী-বলেশ্বর মোহনা ও টেংরাগীরী বন্যপ্রাণী অভয়ারণ্যে বাঁচানোর দাবিতে বরগুনার তালতলীতে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ ’র আয়োজনে মানব প্রাচীর করেছে।

রোববার (২৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের বীচে এ মানব প্রাচীর অনুষ্ঠিত হয়।

মানব প্রাচীর চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র আমতলী- তালতলী সমন্বয়কারী মো. আরিফ রহমান । সমাবেশে বক্তব্য রাখেন সমাজ সেবক নজরুল ইসলাম খান, তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, কামরুজ্জামান বাচ্চু,মিনহাজুল আবেদীন মিঠু, নোঙর সদস্য মো.হাইরাজ মাঝি,সেচ্ছাসেবী সংগঠনের ইমরান তাহির,বিডি ক্লিনের উপজেলা টিম লিডার ইমরান তুহিন প্রমুখ।

সমাবেশে বক্তারা করোনাকালের শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে বিশ্ব ঐতিহ্য বাংলাদেশের ফুসফুস টেংরাগীরী ইকোপার্ক শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের প্রাণ-প্রকৃতি রক্ষায় পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, প্রকৃতিকে নিজের মতো করে গুছিয়ে উঠতে দিতে হবে। প্রাণ খুলে শ্বাস নিতে দিতে হবে পৃথিবীকে। মানুষের অতি মুনাফালোভী পরিবেশ-প্রকৃতি বিরোধী উন্নয়ন সহিংসতা বন্ধ করে পরিবেশবান্ধব সবুজ-সুনীল পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ এবং নদীকর্মীরা শিশুদের আঁকা, চিত্রাঙ্কন, প্ল্যাকার্ড প্রদর্শনীসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এর আগে শনিবার রাতে ফানুস উড়িয়ে অনুষ্ঠানের তালতলী কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জনাব মো. রেজাউল-কবির-জোমাদ্দার।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ