ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করায় দুই যুবক আটক

কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করায় দুই যুবক আটক
কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করায় দুই যুবক আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে আয়ুবুর রহমান (১৯) ও হাসিব (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার সকাল সাড়ে দশটায় কুয়াকাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই জনের বাড়ি পৌর সভার তুলাতলী এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এরা দুজনেই দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। রবিবার সকালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই বখাটে যুবকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের ভাষ্যমাতে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন