ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পবিপ্রবিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবীতে মানববন্ধন

 পবিপ্রবিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবীতে মানববন্ধন
পবিপ্রবিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবীতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পবিপ্রবি সেক্টর কমান্ডার্স ফোরাম। সোমবার বেলা ১১টায় পবিপ্রবি স্বাধীনতা চত্বরে আয়োজিত মানববন্ধনে জেষ্ঠয অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মানস দত্ত, কৃষি অনুষদের ডিন ও সাবেক প্রো-ভাইস চ্যানসেলর প্রফেসর মোহাম্মদ আলী, পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর জেহাদ পারভেজ, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ স¤পাদক মো. জসিম উদ্দিন বাদল, পবিপ্রবি মন্দির কমিটির সাধারণ স¤পাদক সহকারী অধ্যাপক সুজন কান্তি মালী, কৃষি অনুষদের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী প্লাবন সাহা, সৃজনীবিদ্যানিকেতনের একাদশ শ্রেনীর শিক্ষার্থী রাকিব হাসান রিফাত প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন। বক্তারা, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতি-ধর্ম-বর্ণ নিরবিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন