বরিশালে ২৪ ঘন্টায় ১৪৯ জনের করোনা শনাক্ত


২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৪৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন দুইজন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১৩ হাজার ৯১০ জন। করোনা ওয়ার্ডে দুইজন মৃত্যুবরণ করলেও টানা দুইদিন করোনা আক্রান্ত কোন রোগী মৃত্যুবরণ করেনি।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস। তিনি জানান, নতুন ১৪৯ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৬৮ জন। এই জেলায় মোট আক্রান্ত ৬৩৬৮ জন। পটুয়াখালী জেলায় নতুন করে ৮ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দাড়িয়েছে ২০৪২ জন। ভোলা জেলায় নতুন করে ১৪ জনের করোনা পজেটিভ এসেছে। যা নিয়ে মোট সংখ্যা দাড়িয়েছে ১৬০৪ জন। পিরোজপুর জেলায় মোট আক্রান্ত ১৫৩০ জন। গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ২৬ জন। বরগুনা জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ১১ জন নিয়ে মোট সংখ্যা দাড়িয়েছে ১১৮৯ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২২ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১১৭৭ জন।
বিগত ২৪ ঘন্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ না করায় মোট সংখ্যা ২৪৪ রয়েছে। তবে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১১২৬২ জন। স্বাস্থ্য দফতর বলছে, মৃত্যুবরণ করা ২৪৪ জনের মধ্যে প্রায় সবার বয়স ষাট বছরের ওপরে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে দ্বিতীয় ঢেউয়ে তরুন অনেকেই আক্রান্ত শনাক্ত হচ্ছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস বলেন, লকডাউনে প্রথম দফা আমরা অতিক্রম করেছি। ইতিমধ্যে তুলনামূলকহারে শনাক্ত কমছে। লকডাউনের উপকারিতা এখনি নয় অল্প কয়েকদিনের মধ্যে আমরা পাবো। এই কর্মকর্তা বলেন, করোনার সংক্রমন থেকে বাঁচতে হলে নিজেদের স্বাস্থ্য সচেতনতা ছাড়া সম্ভব নয়।
ওদিকে বিভাগের একমাত্র ‘ডেটিকেটেড’ করোনা হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, গত ২৪ ঘন্টায় এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ২ জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। দুইজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি জানান, করোনা ইউনিটে মোট ১৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যারমধ্যে ৫৩ জনের করোনা পজেটিভ এবং ৯৭ জন করোনা টেস্টের রির্পোটের অপেক্ষায় আছে।
প্রসঙ্গত, বরিশাল বিভাগে ২০২০ সালের ৯ মার্চ সর্ব প্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় নারায়নগঞ্জ ফেরত এক শ্রমিকের শরীরের করোনা পজেটিভ শনাক্ত হয়।
টিএইচএ/
