বরগুনায় সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ


বরগুনা সদর উপজেলা ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের নির্বাচনী মাঠে সরকার দলীয় প্রার্থী এডভোকেট নাজমুল ইসলাম নাসিরের বিরুদ্ধে হুমকি-ধামকিসহ নানাধরণের অত্যাচারের অভিযোগ এনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল।
রোববার রাত ৮টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় এম বালিয়াতলী ইউনিয়নে সাবেক তিন বারের নির্বাচিত চেয়ারম্যান এম এ বারী বাদল লিখিত বক্তব্যে বলেন, 'আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নাজমুল ইসলাম নাসিরের একের পর এক হুমকি-ধামকিসহ নানাধরণের ভয়ভীতি প্রদর্শনমূলক বক্তব্যে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। তারা ১১ নভেম্বর ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ ভোট প্রদান করতে পারবে কিনা এনিয়ে সাধারণ ভোটারদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। পুরো ইউনিয়ন জুড়ে ভোট কেটে নেওয়ার গুঞ্জন শুরু হয়েছে।'
তিনি আরও বলেন, 'ইতোমধ্যেই এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, নলী মাইঠা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আজিজাবাদ স্কুল ও ডিএন কলেজ ভোট কেন্দ্র দখল করে ভোট কেটে নেওয়ার নানা কৌশলের খবর পুরো ইউনিয়নে ছড়িয়ে পড়েছে।'
স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল বলেন, আমার জনসমর্থন দেখে আমার নির্বাচনী কার্যক্রম নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আমার কর্মীদের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিচ্ছে। এমনকি আমাকেও নানাভাবে হুমকি প্রদান করছে। মামলা দিয়ে এলাকাছাড়া করার হুমকি দিচ্ছে। এসব হুমকি ধমকির অংশ হিসেবে গত ২০ অক্টোবর বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমার কর্মী বৈঠকের উপর দলবল নিয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির।'
তিনি বলেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসিরের আচরণ এবং উস্কানিমূলক বক্তব্য নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ ধীরেধীরে উত্তপ্ত হয়ে উঠেছে রুটিন অনুযায়ী আমার যেদিন যেখানে কর্মী সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়ে থাকে একই দিনে একই সময়ে সরকার দলীয় প্রার্থী নাজমুল ইসলাম নাসিরও তার বৈঠকের সময় নির্ধারণ করে বিশৃংখলার চেষ্টা চালাচ্ছে।'
এম বালিয়াতলী ইউনিয়নে আগামী ১১ নভেম্বরের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ মানুষ নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে এম বালিয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশ উপস্থিত ছিলেন।
এইচকেআর
