ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কলাপাড়া শাখার প্রিমিয়ার ব্যাংকের ২২ বছর পূর্তি উদ্যাপন

 কলাপাড়া শাখার প্রিমিয়ার ব্যাংকের ২২ বছর পূর্তি উদ্যাপন
কলাপাড়া শাখার প্রিমিয়ার ব্যাংকের ২২ বছর পূর্তি উদ্যাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উন্নয়নের লক্ষ্যে অবিরাম আমাদের পথচলা শ্লোগানকে সামনে রেখে বুধবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শাখার প্রিমিয়ার ব্যাংকের ২২ বছর পূর্তি উদ্যাপন করা হয়। এতে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন প্রিমিয়ার ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. মাহাবুবুল আলম।

প্রিমিয়ার ব্যাংক শাখার ডেপুটি ম্যানেজার রুখসান-আরা ইসলালের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসএম মোশাররফ হোসেন মিন্টু, প্রথম সকাল পত্রিকার সম্পাদক-প্রকাশক কাজী আল মামুন, প্রথম আলো পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু, জনকণ্ঠের প্রতিনিধি মেজবা উদ্দীন মান্নু, যায়যায় দিন ও প্রথম সকাল পত্রিকার প্রতিনিধি চঞ্চল সাহা, আজকালের প্রতিনিধি রাসেল মোল্লাসহ অন্যান্য সংবাদকর্মী এবং ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের সার্বিক অবস্থা তুলে ধরে আলোচনা করা হয় এবং আগামীতে ব্যাংকের সেবা গ্রাহকদের দ্বারে অতি সহজে পৌছে দেয়া যায় তার সুব্যবস্থা করা হবে ব্যাংক কর্তৃপক্ষ ইঙ্গিত দেন। এছাড়া ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মাহাবুবুল আলম ব্যাংকের মঙ্গল কামনায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন