কলাপাড়ায় যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


কলাপাড়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে যুব দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমক পূর্ন ভাবে পালিত হয়েছে। বুধবার বিকেল ৩ টায় যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা যুবদলের আহবায়ক গাজী মো: আক্কাসের সভাপতিত্বে ও যুবদল নেতা হারুন আর রশিদ ও নাসির উদ্দিন রতনের সঞ্চালনায় ভাচুয়াল ভাবে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রিয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ূন সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মো: ফারুক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু।
যুবললের যুগ্ন আহবায়ক হারুন আর রশিদ, পৌর যুবদলের আহবায়ক কামরুল ইসলাম কাজল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবিরুল ইসলাম মৃধা, যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ফকির, মামুন শিকদার, হুমায়ূন কবীর জুয়েল, অ্যাভোকেট আবুল হোসেন, রাসেল কবির মুরাদ, শামিম গজী, স্বজল বিশ্বাস, ফোরকান তালুকদার, মোস্তাফিজুর রহমান, সাজেন্ট (অব:) শামসুল হক, অ্যাডভোকেট তৌহিদুর রহমান, ঢালী রুহুল আমিন অভি, . রুহুল আমিন গাজী, কেএম মেহেদী হাসান প্রিন্স খলিফা, সোয়েবুর রহমান, কাজী ইয়াদুল ইসলাম তুষার, কাজী ইয়াদুল ইসলাম তুষার, তৌহিদুল ইসলাম সাকিব, আতিকুল ইসলাম দিপু, প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে যুবদলের ৪৩ তম জম্মদিন উদযাপন করা হয়।
এমবি
