পবিপ্রবিতে উদ্ভাবিত ফলজ চারা, সার ও বীজ বিতরণ


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জার্মপ্লাজম সেন্টারে গবেষকদের উদ্ভাবিত ফলজ চারা, সার ও বীজ স্থানীয় শতাধিক কৃষক-কৃষানীর মধ্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় জার্মপ্লাজম সেন্টারে গবেষক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যানসেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী, এলএমএ অনুষদের ডিন প্রফেসর পূর্ণেন্দু বিশ্বাস, রেজিস্ট্রার ড. মুহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি কৃষক-কৃষানীর মধ্যে উদ্ভাবিত ফলজ চারা, সার ও বীজ স্থানীয়দের মাঝে বিতরণ করেন ।
এইচকেআর
