ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বালু ভরাট না করার দাবিতে কলাপাড়ায় কৃষকদের মানববন্ধন

বালু ভরাট না করার দাবিতে কলাপাড়ায় কৃষকদের মানববন্ধন
বালু ভরাট না করার দাবিতে কলাপাড়ায় কৃষকদের মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আর কয়েকদিন পরে ধানের শীষ বের হবে। তাই এই মুহুর্তে আমনক্ষেতে বালু ফেলে ভরাট না করার দাবিতে কৃষকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ঢালীকান্দায় এ মানববন্ধন করা হয়েছে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন গাজী হুমায়ুন কবির, কৃষক শাহজালাল, জসিম শিকদার।

বক্তারা জানান, আর কয়দিন পরে আমন ধানের শীষ বের হবে। এর পনের দিন পরে ধান পাকবে। এই ফসল ঘরে তোলার সুযোগ দেয়া হোক। মানবিক দিক বিবেচনা করে কৃষকরা তাঁদের ফলানো এই আমন ফসল ঘরে তোলার দাবি করেন। মাত্র একটি মাস পরেই বালু ফেললে তাঁদের উৎপাদিত আমন ফসল নষ্ট হবে না। আর এখন আমন ক্ষেতে বালু দেয়া হলে সকল ফসল বালুর নিচে চাপা পড়ে নষ্ট হয়ে যাবে। এলাকার কৃষকরা দাবি করেন, ইটবাড়িয়া এবং বাদুরতলী মৌজার প্রায় চারশ’ একর ফসলী জমি কৃষি পায়রা বন্দর কর্তৃপক্ষ অধিগ্রহণ করেছে। যেখানে এখন ভূমি উন্নয়নের কাজ শুরু করতে প্রস্তুতি নেয়া হয়েছে। এই খবরে কৃষকরা চরম আতঙ্কে পড়েছেন।

কৃষকদের অভিযোগ, এ জমি অধিগ্রহণ করলেও তাঁদেরকে এ বছর চাষাবাদের সময় নিষেধ করা হয়নি।  লাখ লাখ টাকা খরচ করে আমনের আবাদ করেছেন। এখন বালু ফেলা হলে এ বছরের খোরাকি সংগ্রহ করতে পারবেন না। বরং চাষাবাদের খরচের টাকা লোকসান হয়ে যাবে। পথে বসবেন। তারা সরকারের কাছে ফসলটি ঘরে তোলা পর্যন্ত সময় দাবি করেছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন