বরগুনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবীতে মানববন্ধন


সারাদেশে পূজা মন্ডপে হামলার প্রতিবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও হামলাকারীদের বিচারের দাবিতে সচেতন নাগরিক কমিটি (সনাক)'র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়ছেে । বৃহস্পতিবার সকাল দশটায় বরগুনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সনাকের সভাপতি অ্যাড. মো. আনিসুর রহমান, সহ সভাপতি মনির হোসেন কামাল, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক খোকন কর্মকার ও সাবেক ইয়েস দলনেতা ইমরান হোসেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংস ঘটনার অবিলম্বে সুষ্ঠু বিচার এবং অতীতের ঘটে যাওয়া ঘটনার আজও কোনো বিচার হয়নি। তাই আগামীতে এধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এইচকেআর
