ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪ পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো আমাদের আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে : নাহিদ ইসলাম পিরোজপুরে সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ! আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ মিশন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের খুলনায় গুলি করে যুবদল নেতাকে হত্যা শুধু কেন্দ্র নয় পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চেয়েছে ইসি
  • গলাচিপায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন

    গলাচিপায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন
    গলাচিপায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় জামায়াত নেতার সাথে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আহসানুল হক তুহিনের আঁতাতের অভিযোগ উঠেছে। নির্বাচনী একটি সভার মেয়র প্রার্থী তুহিন ও জামায়াত নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভাইরাল হয়। এর প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামানের সড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল গলাচিপা উপজেলা শাখার ব্যানারে মারুফ ইভানের নেতৃত্বে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মারুফ ইভান গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সহসভাপতি। তবে এর সাথে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আবু হেনা শোয়েব মো. আশিষ।

    মানববন্ধনে বক্তাদের সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. মো. ফোরকানের সাথে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আহসানুল হক তুহিনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতা-কর্মীরা এর বিরুদ্ধে অবস্থান নেয়।

    এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল গলাচিপা উপজেলা শাখার মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন গলাচিপা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মু. মামুন আজাদ। তিনি মানববন্ধনে বক্তৃতার সময় অভিযোগ করে বলেন, এর আগেও আহসানুল হক তুহিন মেয়র হয়ে আওয়ামী লীগের সাথে সমন্বয় না করে জামায়াত-বিএনপির লোকজন প্রতিষ্ঠিত করেছেন। তাই তার মনোনয়ন বাতিল করে দলীয় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানাচ্ছি।

    মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় যুব লীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহসভাপতি মারুফ ইভানসহ স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করা হয়।

    এদিকে এ ঘটনা সম্পর্কে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহসানুল হক তুহিন বলেন, মনোনয়ন বঞ্চিত হয়ে ঈর্ষান্বিত হয়ে আমার ও দলের বিরুদ্ধে এ ধরণের অপ প্রচার চালানো হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ