আমতলীতে 'মেয়র কাপ ফুটবল টূর্ণামেন্টে'র উদ্বোধন


বরগুনার আমতলীতে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 'মেয়র কাপ ফুটবল টূর্ণামেন্টে'র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আমতলী সরকারী একে হাইস্কুল মাঠে খেলার অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ।
আমতলী পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে 'মেয়র কাপ ফুটবল টূর্ণামেন্টে'র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড: এম এ কাদের মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল , আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান মোসা: সোহেলী পারভীন মালা, আওয়ামীলীগ নেতা মো. হারুন অর রশিদ, জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার , তরিকুল ইসলাম জুয়েল প্রমূখ।
আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন পৌরসভার একটি দল নিয়ে ৮ টি দল খেলায় অংশ গ্রহন করছেন। উদ্বোধণী খেলায় আমতলী পৌরসভা ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন অংশগ্রহন করেন। শতশত দর্শক খেলা উপভোগ করেন।
এইচকেআর
