দুমকি প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক


পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবের ২০২১-২৩ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় দুমকি প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে সভাপতি এস.এম জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ।
বিশেষ অতিথি ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান শিকদার। এসময় বক্তব্য দেন সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বাদল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সভাপতি খন্দকার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক আনিসুজ্জামান সোহাগ, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম আনোয়ারুজ্জামান চুন্নু, সহ-সভাপতি মো. মামুন খান ফারুকী, সৈয়দ জাকির হোসেন প্রমুখ।
এইচকেআর
