ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুয়েল মৃধাসহ ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য পৌর কাউন্সিলর রেজাউল হাসান লাবুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আহত স্বতন্ত্র প্রার্থী জুয়েল মৃধা বলেন,সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা শেষে আমার সমর্থকদের নিয়ে পটুয়াখালীতে যাচ্ছিলাম। এ সময় লোহালিয়া খেয়াঘাট এলাকায় নৌকা প্রার্থী কবির তালুকদার ও তার ছোট ভাই লাবু তালুকদারসহ ২০-৩০ জন ধাওয়া শুরু করে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নৌকা প্রার্থীর ছোট ভাই লাবু তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পটুয়াখালী সদর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন